উত্তরা ব্যাংকের নাম পরিবর্তন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৫ ১৭:১০:২১


উত্তরা ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে ‘উত্তরা ব্যাংক পিএলসি’। সম্প্রতি এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, কোম্পানি আইনের ১৯৯৪ এর ১১ক (ক) ধারার বিধান অনুযায়ী ৩ জুলাই থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘উত্তরা ব্যাংক লিমিটেড’ এর নাম ‘উত্তরা ব্যাংক পিএলসি হিসেবে পরিবর্তন করা হয়েছে।

এএ