চীন থেকে ভারতের ইস্পাত আমদানি বেড়েছে ৬২ শতাংশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৬ ০৯:৪৪:৫৭
চলতি অর্থবছরের প্রথম ২ মাসে ভারত চীনের কাছ থেকে বিপুল পরিমাণ পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। আমদানির পরিমাণ পৌঁছেছে ছয় বছরের সর্বোচ্চে। তিন বছরের সর্বোচ্চে উন্নীত হয়েছে দেশটির মোট ইস্পাত আমদানি। সরকারি তথ্যের বরাত দিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত এপ্রিল ও মে মাসে ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ইস্পাত সরবরাহকারী দেশে পরিণত হয় চীন। দেশটি থেকে দুই লাখ টন পরিশোধিত ইস্পাত আমদানি করা হয়। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ৬২ শতাংশ।
অর্থবছরের প্রথম দুই মাসে ভারত যে পরিমাণ পরিশোধিত ইস্পাত আমদানি করেছে তার এক-চতুর্থাংশই এসেছে চীন থেকে।
ভারত ওই দুই মাসে মোট নয় লাখ টন পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। ২০২১ সালের পর এটিই সর্বোচ্চ আমদানি। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ২৭ শতাংশ।
বর্তমানে চীন বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক। দেশটি ভারতে সবচেয়ে বেশি রফতানি করে কোল্ড-রোলড কয়েল বা স্টিল শিট। গত এপ্রিল ও মে মাসে বিপুল পরিমাণ কোল্ড রোলড কয়েল ও স্টিল শিট আমদানি করে ভারত। মোট পরিশোধিত ইস্পাত আমদানির ৩০ শতাংশই ছিল এসব পণ্য।
বিশ্লেষকরা বলছেন, চীন এ বছর রেকর্ড সর্বোচ্চ ইস্পাত রফতানি করতে পারে। ইউয়ানের বিনিময় মূল্য হ্রাস ও প্রতিযোগিতামূলক দামের কারণে আন্তর্জাতিক বাজারে দেশটির ইস্পাতের চাহিদা বাড়ছে। স্থানীয় বাজারে ইস্পাতের চাহিদা কম। অন্যদিকে দেশটিতে মজুদও বাড়তি। এ বিষয়গুলো রফতানি বাড়াতে দেশটিকে সুবিধা দেবে।
ভারতের কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রণালয় চীন থেকে ইস্পাত আমদানির ওপর কাউন্টারভেইলিং শুল্ক আরোপ করতে পারে। গত মাসে বিষয়টি নিশ্চিত করেন ভারতের পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের চেয়ারম্যান বিবেক জোহরি।
গত এপ্রিল ও মে মাসে ভারতে পরিশোধিত ইস্পাত রফতানিতে শীর্ষ দেশ ছিল দক্ষিণ কোরিয়া। দেশটি রফতানি করেছে চার লাখ টন, যা ভারতের মোট আমদানির ৩৮ শতাংশ।
ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ ইস্পাত উৎপাদক। গত এপ্রিল ও মে মাসে দেশটি ছিল ইস্পাতের নিট রফতানিকারক। এ সময় ভারত ১৬ লাখ টন ইস্পাত রফতানি করে। এখান থেকে যেসব দেশ ইস্পাত কিনেছে সেসব দেশের মধ্যে শীর্ষে ছিল ইতালি, স্পেন, বেলজিয়াম, নেপাল ও যুক্তরাজ্য। অর্থবছরের প্রথম দুই মাসে ইতালিতে ভারতের ইস্পাত রফতানি ছয় বছরের সর্বোচ্চে উন্নীত হয়।
গত এপ্রিল ও মে মাসে ভারত ২ কোটি ২৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৬ শতাংশ বেড়েছে।
এনজে