রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মামলায় রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে।
সোমবার সকালে তাকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালতে তোলা হয়। একটি রাষ্ট্রদ্রোহ ও দুইটি নাশকতাসহ তিন মামলায় ৩০ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কিছুক্ষণের মধ্যে রিমান্ড আবেদনের উপর শুনানি শুরু হওয়ার কথা।
এর আগে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে সাতদিনের রিমান্ডে ছিলেন আসলাম। গত ২৪ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
ইহুদি রাষ্ট্র ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ও গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দিল্লিতে গোপন বৈঠকে মিলিত হওয়ার অভিযোগে গত ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।
সানবিডি/ঢাকা/এসএস