নতুন ভ্যাট আইন বাতিল করে প্যাকেজ ভ্যাট পুনঃবহাল রাখার দাবিতে দোকান বন্ধ করে ব্যবসায়ী ঐক্য ফোরামের মানবন্ধন কর্মসূচি চলছে।
সোমবার বেলা সোয়া ১২টা থেকে কর্মসূচি পালন শুরু করেছে তারা। একঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানান ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতারা।
মানববন্ধনে পুরান ঢাকার লালবাগ, উর্দু রোড, বেগমবাজার এলাকার সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বেচাকেনা রাখেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে নতুন কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলেও জানিয়েছেন তারা।
মানববন্ধন থেকে মূল্য সংযোজন কর (মূসক) আইনে এফবিসিসিআই এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক যৌথ কমিটির ৭টি সুপারিশ ও প্যাকেজ ভ্যাট পুনঃবহাল রাখার দাবি জানায় ব্যবসায়ী ঐক্য ফোরাম।
এর আগে গত ২৪ মে এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রায় শতাধিক ব্যবসায়ী অংশ নেন। তারা ওই বৈঠকে এ কর্মসূচিতে একমত পোষণ করেন।
সানবিডি/ঢাকা/এসএস