আকরিক লোহার দাম আরও কমলো
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-০৭ ১৮:৫৮:৩৪
দালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম আরও কমেছে। আগামীতে গুরুত্বপূর্ণ ধাতুটির চাহিদা হ্রাস পেতে পারে। মূলত এ আশঙ্কায় ইস্পাত তৈরির মূল উপকরণটির দরপতন ঘটেছে।
শুক্রবার (৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়, এদিন চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার চুক্তি মূল্য কমেছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৮১২ দশমিক ৫০ ইউয়ান বা ১১২ ডলার ১৬ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ৮১৮ দশমিক ৫০ ইউয়ান বা ১১৩ ডলার ১৯ সেন্ট।
একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী আগস্টের আকরিক লোহার সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৮ শতাংশ। মেট্রিক টনপ্রতি দর স্থির হয়েছে ১০৮ ডলার ১০ সেন্টে।
চলতি মাসের শেষ দিকে কমিউনিস্ট পার্টির রাজনৈতিক ব্যুরো এক বৈঠকে বসবে। ধারণা করা হচ্ছে, এরপর করোনা মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার সমর্থনে একটি উদ্দীপনা প্যাকেজ ঘোষণা করবে চীন। দেশটি বিশ্বের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদক এবং ধাতু ভোক্তা।
ধুঁকতে থাকা সম্পত্তি খাতে বেইজিং কতটা সহায়তা দিতে পারে, আপাতত সেদিকে নজর দিচ্ছেন ব্যবসায়ীরা। ফলে লৌহ আকরিকে বিনিয়োগ কমিয়েছেন তারা। কঠিন ধাতুটির মূল্য হ্রাসের এটিও অন্যতম কারণ।
এছাড়া চীনে ইস্পাত তৈরির মূল কেন্দ্র তাংশানে ‘বায়ুদূষণ’ বেড়েছে। ফলে সেখানে বাতাসের গুণগত মান উন্নয়নে স্থানীয় মিলগুলোকে উৎপাদন কমানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এতে আকরিক লোহার চাহিদা নিম্নমুখী হতে পারে। যে কারণেও গুরুত্বপূর্ণ ধাতুটির সরবরাহ মূল্য কমেছে।
ওয়েস্টপ্যাকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাস্টিন স্মির্ক বলেন, অবকাঠামো ও সম্পত্তি খাতে ‘বিগ ব্যাং’ উদ্দীপনা দেয়ার সম্ভাবনা কম চীনা কর্তৃপক্ষের। ফলে সামনের দিনে আকরিক লোহার দর নিম্নগামী থাকতে পারে।
এএ