আইপিএলে সানরাইার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক মুস্তাফিজ ঢাকায় ফিরছেন আজ রাত ৯টা ১০টার দিকে। রবিবার রাতে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হন মুস্তাফিজরা। আইপিএলের প্রথম আসরে খেলতে গিয়ে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি নিজের বোলিং বৈচিত্র্য দিয়ে ক্রিকেট বিশ্বের আরেকবার নজর কাড়েন কাটার বয়।
রবিবার রাতে শিরোপা জেতার পর ট্রফি নিয়ে আনন্দে মেতে রয়েছেন মুস্তফিজরা। সকাল দুপুরের পর সন্ধ্যায় আরেকটি অনুষ্ঠান সেরে ঢাকার উদ্দেশ্যে ভারত ছাড়বেন এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে আলোচিত বোলারটি।
রাতে ঢাকায় পৌঁছে মিরপুরে তার মামার বাসাতে ওঠার সম্ভাবনাই বেশি বলে জানালেন বড় ভাই মোখলেছুর রহমান। উঠতে পারেন বিসিবি একাডেমীতেও। ঢাকাটাইমসকে মোখলেছুর রহমান বলেন,‘ ৯/১০ দিকে তার ঢাকায় আসার কথা। মিরপুরে মামা থাকেন। সেখানেও উঠতে পারে। আবার একাডেমীতেও যেতে পারে।’
সাতক্ষীরাতে ফিরবেন কবে? মোখলেছুর রহমান জানালেন,‘এটা জানি না। হয়তো এক দুই দিন ঢাকায় থাকতে পারে। বিসিবিতে কোন কাজ টাজ যদি থাকে। তবে সে বাড়ি ফেরার জন্য অধীর হয়ে আছে। আমরা সবাই তার ফেরার অপেক্ষায় আছি।’
সানরাইজার্সের সঙ্গে তিনি ১ কোটি ৪০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। টুর্নামেন্টে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেন তিনি। কমপক্ষে ২০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে তার ইকোনোমি সবচেয়ে ভাল। ওভার প্রতি রান দেন ৬.৯০।
সানবিডি/ঢাকা/এসএস