গুরবাজ-ইব্রাহিমের সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য দিল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৩-০৭-০৮ ১৮:২৫:০৪


আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারে বাংলাদেশ। সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় খন্ডকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস। ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এই দুই ওপেনারের সেঞ্চুরিতে বাংলাদেশকে ৩৩২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান। প্রথম ওভারে মুস্তাফিজকে এক বাউন্ডারি মেরে দলের রানের খাতা খোলেন গুরবাজ।

দ্বিতীয় আর তৃতীয় ওভারে কিছুটা দেখে খেললেও চতুর্থ ওভারে হাসান মাহমুদকে দিয়ে হাত খোলেন গুরবাজ। পরের ওভারে এবাদতকে দুই বাউন্ডারিতে স্বাগত জানান এই আফগান ওপেনার।

অষ্টম ওভারে মুস্তাফিজের ওপর চড়াও হন গুরবাজ। ২ ছক্কায় এই ওভার থেকে আসে ১৫ রান। নবম ওভারে সাকিব আল হাসানকে দুই বাউন্ডারি মেরে ৯ রান নেন জাদরান।

এরপরও রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন গুরবাজ। ৪৮ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ব্যাটার। অর্ধশতক পূরণের পর আরও চড়াও হয়ে খেলতে থাকেন তিনি।

অন্যদিকে গুরবাজকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। এই দুই ব্যাটার মিলে নতুন ওপেনিং জুটির রেকর্ড গড়েন। ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ওপেনিং জুটিতে ১৪১ রান করেছিল আফগানিস্তান। ১১ বছর পর সেটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন গুরবাজ-ইবারাহীম। দুজনের জুটি ইতিমধ্যে দেড়শ পেরিয়ে যায়।

সাবলীল ব্যাটিংয়ে নিজের ক্যারিয়ারের চতুর্থ শতক তুলে নেন গুরবাজ। ১০০ বলে শতক পূরণ করেন এই ব্যাটার।

শতকের পরও তাণ্ডব চালিয়ে যান এই দুই ওপেনার। তবে দলীয় ২৫৬ বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। ১২৫ বলে ১৪৫ রান করে আউট হন গুরবাজ। এরপর দলীয় ২৫৯ ও ২৬৬ রানে আরও দুই উইকেট হারায় আফগানিস্তান।

এরপর দলীয় ২৮৬ ও ২৯৯ রানে ফের উইকেট হারায় আফগানিস্তান। নাজিবুল্লাহ জাদরান ১৫ বলে ১০ ও ইব্রাহিম জাদরান ১১৯ বলে ১০০ রান করে আউট হন।

এএ