বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে আর ফরচুন বরিশালে থাকছেন না সাকিব আল হাসান। তিনি যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। টাইগার অলরাউন্ডারকে হারিয়ে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে বরিশাল।
শনিবার (৮ জুলাই) তামিমের সঙ্গে এক বছরের চুক্তি করেছে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি।
গত কয়েক দিন ধরেই ক্রিকেট পাড়ায় আলোচনার মধ্যমণি তামিম। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থতার পর সংবাদ সম্মেলন ডেকে চোখের পানিতে একেবারে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানিয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এর ২৪ ঘণ্টা না যেতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবারও অবসর ভেঙে ফিরে আসেন তিনি।
তবে এখনই মাঠে নামছেন না দেশসেরা ওপেনার। দেড় মাসের বিশ্রামে থাকবেন তিনি। এর মধ্যেই বিপিএলের আগামী আসরের জন্য নিজের ঠিকানা খুঁজে নিলেন তামিম। দেশের ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের দশম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে শনিবার আনুষ্ঠানিক চুক্তিও সেরেছেন তিনি। এর আগে গত আসরে তিনি খেলেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। বিপিএলের ইতিহাসে এবারই প্রথম তিনি খেলবেন বরিশালের হয়ে।
মূলত টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে হারিয়ে তার জায়গায় তারকা ক্রিকেটার হিসেবে তামিমকে দলে ভেড়ায় বরিশাল। এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন সাকিব। কিন্তু সবশেষ আসরে টাইগার অলরাউন্ডারের নেতৃত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিতর্কিত পোস্ট করায় দুই পক্ষের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। যার রেশ ধরেই হয়তো সম্পর্ক ছেদ করেছেন সাকিব। আগামী আসরে তিনি খেলবেন রংপুর রাইডার্সের হয়ে।
এএ