বৈশ্বিক বাজারে শুক্রবার বেড়েছে তামার দাম। টানা তিন কার্যদিবসে নিম্নমুখী থাকার পর ধাতুটির দাম বাড়ল। বিশ্লেষকরা জানান, লন্ডন মেটাল এক্সচেঞ্জের নিবন্ধিত গুদামগুলোয় তামার মজুদ কমে দুই মাসের সর্বনিম্নে নেমেছে, যা দাম বাড়ার ক্ষেত্রে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে। খবর বিজনেস রেকর্ডার।
এ খাতে বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান-সংক্রান্ত প্রতিবেদনের ওপর নজর রাখছেন। কর্মসংস্থান-সংক্রান্ত তথ্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নির্দেশক। এটি বাজারপ্রবণতা ও বিনিয়োগকারীদের ওপর বড় ধরনের প্রভাব রাখে। বেকারত্ব কমে যাওয়া কিংবা চাকরির বাজার বৃদ্ধিসহ ইতিবাচক কর্মসংস্থানের তথ্য শক্তিশালী অর্থনৈতিক অবস্থারই ইঙ্গিত দেয়, যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বেড়েছে। এমন মনোভাব তামার চাহিদা বৃদ্ধিতে সহায়তা করছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮ হাজার ৩১৪ ডলারে। ধাতুটির সাপ্তাহিক গড় দাম অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এর আগের দুই সপ্তাহ দাম কমতির দিকে ছিল।
ড্যানিস বিনিয়োগ ব্যাংক সাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হানসন বলেন, ‘বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের চাকরির বাজারসংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন। এ তথ্য তামার চাহিদা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করবে। অন্যদিকে সুদের হার বৃদ্ধিও তামার বাজারে উত্থান-পতনে প্রভাব রাখবে।’
তামা সবচেয়ে বেশি ব্যবহার হয় বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণ খাতে। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ধাতুটির দাম ব্যাপক বেড়ে যায়। শীর্ষ ব্যবহারকারী ও উৎপাদক চীন কভিড-১৯ সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ায় মূল্যবৃদ্ধির ঘটনা ঘটে। তবে এর পর থেকে এখন পর্যন্ত ধাতুটির দাম ১৩ শতাংশ কমেছে।
এনজে