জনগণ নির্বাচন বর্জন করবে না: তথ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৯ ১৪:৪২:০৪

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপি বর্জন করতে পারে, তবে জনগণ বর্জন করবে না।
রোববার (৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়ন পরিষদ মেম্বারদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংসদ-বাইসস’ এর সম্মেলনে তিনি একথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন নানা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের সুযোগ করে দিচ্ছে বিএনপি-জামায়াত। জনগণের কাছে না গিয়ে রাতে বিরাতে বিদেশীদের কাছে ধর্ণা দেয়া দেশবিরোধী তৎপরতা বলে অভিযোগ তার।
হাছান মাহমুদ বলেন, বিএনপির আন্দোলন বেগম জিয়ার স্বাস্থ্য, তারেক রহমানের শাস্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন-এই চার ইস্যুতেই আটকে আছে। জনগণের কোনো বিষয় নিয়ে বিএনপির চিন্তা নেই বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













