জনগণ সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে: তাজুল ইসলাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-০৯ ১৬:৫৫:০৯

ঈদের সময় অনেকে বাড়ি গেছে, সে সময় বাসা-বাড়িতে পানি জমতে পারে। জনগণ সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সহজ হবে।
রোববার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করে ব্যবস্থা নেয়া হবে।
তাজুল ইসলাম বলেন, সিটি করপোরেশন ব্যর্থ বলা যাবে না। অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা এখনও অতটা খারাপ নয়। মানুষের সহায়তা ছাড়া সরকারের একার পক্ষে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করা কঠিন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













