স্বর্ণের দাম ৪ মাসের মধ্যে সর্বনিম্ন

অর্থনীতি ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-০৯ ১৯:৩৮:৪৯


চলতি জুলাইয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপক কমেছে। গত ৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, গত মে’র শুরুতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দর। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ২০৭০ ডলারে।

বিশ্ব ইতিহাসে অদ্যাবধি আউন্সপ্রতি স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছে ২০৭৫ ডলারে। ২০২০ সালে এ স্তরে পৌঁছে দুঃসময়ের বন্ধু ধাতুটি। সেই থেকে নিরাপদ আশ্রয় সম্পদের দরপতন ঘটেছে ৭ শতাংশেরও বেশি।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯১০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। গত মার্চের পর যা সবচেয়ে কম।

আগামীতে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।

সম্প্রতি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আভাস দিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ বছরের বাকি সময় আরও দুইবার সুদের হার বাড়ানো হতে পারে।

এ প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, চলতি মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। আর আসছে নভেম্বরে সমপরিমাণ তা বৃদ্ধি করতে পারে তারা।

এতে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে ডলার। স্বাভাবিকভাবেই ইউএস মুদ্রার মূল্যমান উর্ধ্বগামী হবে। সেই সঙ্গে ব্যবসায়ীদের কাছে বুলিয়নের আবেদন কমবে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটবে।

আপাতত এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগ কমিছেন তারা। এতে চাপে পড়েছে মূল্যবান ধাতুটি।

এএ