আবারো চলন্ত গাড়িতে তরুণীকে গণ-ধর্ষণ!
প্রকাশ: ২০১৬-০৫-৩০ ১৯:০৮:২৩

ফের রাতে শহরে গণধর্ষণের শিকার হলেন বছর কুড়ির এক তরুণী। গাড়িতে তুলে নিয়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল খাস কলকাতার অন্যতম এলিট এলাকা সল্টলেকের সেক্টর ফাইবে। রাতভর গাড়ি তুলে নিয়ে গিয়ে অপহরণ করে ধর্ষণের পর ওই তরুণীকে সল্টলেকের বৈশাখী এলাকার রাস্তায় ফেলে দেওয়া হয়।
ধর্ষণ চলাকালীন ওই তরুণীকে গোটা সল্টলেক চত্বর ঘোরান হয় হবে অভিযোগ। এদিন ভোর রাতে তরুণীকে বৈশাখী এলাকায় থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। পরে বিধাননগর নর্থ নাথায় ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়। পরে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ধর্ষণের জেরে গুরুতর জখম ওই তরুণীকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে৷তরুণীর মেডিক্যাল টেস্টও করা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে নির্যাতিতা ওই তরুণী তাঁর বন্ধুদের সঙ্গে সল্টলেক চত্বরের একটি নামি রেস্তরাঁয় খেতে যান। রেস্তরাঁ থেকে বেরিয়ে বাড়িতে ছাড়তে যাওয়ার জন্য বন্ধুর গাড়িতে ওঠেন ওই তরুণী। কিন্তু, তরুণী বাড়ি ছাড়তে যাওয়ার পরিবর্তে সেক্টর ফাইভের একটি একটি নির্জন রাস্তায় গাড়িটি নিয়ে যাওয়া হয়। এর পরই ওই তরুণীর উপর যৌন নির্যাতন শুরু করে চার যুবক।
চলন্ত গাড়িতেই চলতে থাকে গণধর্ষণ। রাতভর ধর্ষণের পর গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় ওই তরুণীকে। পরে নির্যাতিতা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার বয়ান নথিভুক্ত করে পুলিশ। তাঁর মেডিক্যাল টেস্ট করা হয়। তরুণীর দায়ের করা করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের ফোন ট্রাক করতেও শুরু করেছে পুলিশ। রেস্তরাঁ ও বৈশাখি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও এখনও অধরা চার অভিযুক্ত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













