ভাবতে পারেন, ঘটনার প্রায় দু’সপ্তাহ পরে এখনও ফ্যাশন দুনিয়ার চর্চায় ঐশ্বর্যা রাই বচ্চনের বেগুনি লিপস্টিক! আর এ বার এ নিয়ে মুখ খুললেন স্বয়ং অমিতাভ বচ্চন।
সম্প্রতি অমিতাভের কাছে জানতে চাওয়া হয়, ঐশ্বর্যার বেগুনি লিপস্টিক নিয়ে যে এত চর্চা হচ্ছে, এ ব্যাপারে তাঁর কী মত? উত্তরে বিগ বি বলেন, ‘‘আমি ঐশ্বর্যাকে বেগুনি লিপস্টিকে দেখিনি, তবে এর মধ্যে ভুল কী আছে? এখন তো সোশ্যাল মিডিয়ায় আমরা নিজেদের এক্সপ্রেস করার সুযোগ পাই। জানতে পারি আমাদের সম্বন্ধে দর্শকরা কী ভাবছেন? আগে তো সে সুযোগও ছিল না। সকলেরই নিজেদের এক্সপ্রেস করার গণতান্ত্রিক অধিকার রয়েছে। ফলে ও যদি এটা করে, তা হলে তো তাতে কোনও ভুল নেই।’’