হিলিতে কেজিতে ৩০ টাকা বেড়েছে জিরার দাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১০ ১০:০৩:৪৬
দিনাজপুরের হিলিতে সরবরাহ কমার অজুহাতে দুদিনের ব্যবধানে আবারও জিরার দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। প্রতি কেজি জিরার দাম ৯২০ টাকা থেকে বেড়ে ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলির মসলার দোকানগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই পর্যাপ্ত জিরার সরবরাহ আছে। এর পরও সরবরাহ কম বলে মসলাটি বেশি দামে বিক্রি করছেন বিক্রেতারা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘ঈদের ছুটি শেষে ৩ জুলাই হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়। এদিন বন্দর দিয়ে দুটি ট্রাকে ৫৫ টন জিরা আমদানি হয়েছিল। ৪ জুলাই তিন ট্রাকে ৮৫ টন জিরা আমদানি হয়েছিল। ৫ জুলাই চারটি ট্রাকে ১১০ টন জিরা আমদানি হয়। ৬ জুলাই ছয়টি ট্রাকে ১৬০ টন জিরা আমদানি হয়। এছাড়া গত জুনে ৭৭টি ট্রাকে ২ হাজার ১৯০ টন জিরা আমদানি হয়েছে।
এনজে