ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশটির জেম্মাহ ইসলামিয়া নামে একটি গোষ্ঠীর ৫৪ জঙ্গিকে হত্যা করেছে। দেশটির দক্ষিণাঞ্চলে সপ্তাহ ব্যাপি স্থল ও আকাশ পথের অভিযানে ওই জঙ্গিরা নিহত হয়েছে। সোমবার ফিলিপিনো সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
দেশটির মুসলিম বিদ্রোহী গোষ্ঠী মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) ঘাঁটির কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ওই জঙ্গিরা নিহত হয়েছে।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৪৫ বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতের অবসানে ২০১৪ সালে সরকারের সঙ্গে এমআইএলএফ একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। দীর্ঘসময় ধরে এমআইএলএফের লড়াইয়ে দেশটিতে ১ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
গত মঙ্গলবার থেকে লানাও দেল সারের বুটিগ শহরে স্থল ও আকাশ পথে অভিযান শুরু হয়। সেনা কর্মকর্তা মেজর ফিলমন ট্যান বলেন, জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান ও স্থল বাহিনীর ছোড়া বোমা ও গোলায় দুই সেনা সদস্য নিহত ও ৯ জন আহত হয়েছেন।
ট্যান বলেন, বোমার চেয়ে স্থল বাহিনীর গোলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সেনারা শত্রুদের পতন দেখেছে। তিনি বলেন, ৫৪ জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জঙ্গিরা দুই কাঠ শ্রমিকের শিরশ্ছেদ ও ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আঞ্চলিক কর্মকর্তা বলছেন, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে বুটিগের ৫ গ্রামের অন্তত ২ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
সানবিডি/ঢাকা/আহো