কর্মসংস্থান ব্যাংকের শ্রেণিকৃত ঋণ মাত্র ২.৭২%

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-১০ ২০:২৫:৩৬


শ্রেণিকৃত ঋণ হ্রাস করার ক্ষেত্রে রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংক বিরল সাফল্য অর্জন করেছে। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে কর্মসংস্থান ব্যাংকের শ্রেণিকৃত ঋণের পরিমাণ ৯০ কোটি ১৭ লক্ষ টাকা যা মোট ঋণের মাত্র ২.৭২%। ২০২১-২২ অর্থবছরে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ১১২ কোটি ৭৫ লক্ষ যা মোট ঋণের ৪%।

গত অর্থবছরের তুলনায় শ্রেণিকৃত ঋণ আদায়ে প্রবৃদ্ধির হার ২৫%। শুধুমাত্র শ্রেণিকৃত ঋণ আদায়ই নয়, সদ্য সমাপ্ত অর্থবছরে কর্মসংস্থান ব্যাংক ঋণ বিতরণ, ঋণ আদায়সহ অন্যান্য সূচকে ব্যাংকটির প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। ২০২০-২১ অর্থবছরে ঋণ বিতরণ ও আদায় হয়েছে যথাক্রমে ১৫৯৬.৬৬ কোটি টাকা ও ১২২৯.৯৩ কোটি টাকা। এর ধারাবাহিকতায় ২০২১-২২ অর্থবছরে ঋণ বিতরণ ও আদায় হয়েছে যথাক্রমে ১৮৬০.৯৭ কোটি টাকা ও ১৭৩৪.৭০ কোটি টাকা যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় ঋণ বিতরণ ও আদায়ের প্রবৃদ্ধির হার যথাক্রমে ১৭% ও ৪১% ।

ব্যাংকটি ২০২২-২৩ অর্থবছরে ২৩৫৮.৯৮ কোটি টাকা ঋণ বিতরণ ও ২১০৮.৯৭ কোটি টাকা ঋণ আদায় করেছে। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকটি ঋণ বিতরণ ও ঋণ আদায়ে যথাক্রমে ২৭% ও ২২% প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্দেশক সকল সূচকে রেকর্ড সাফল্যের পর ২০২১-২২ অর্থবছরের মুনাফা ৬৪.২৮ কোটি টাকা হতে বৃদ্ধি পেয়ে সদ্য সমাপ্ত অর্থবছরে ৮৭.০৭ কোটি টাকা পরিচালনগত মুনাফা অর্জন করেছে রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটি। মুনাফা প্রবৃদ্ধির হার ৩৬% যা ব্যাংকটির প্রতিষ্ঠার পর এবারই সর্বোচ্চ।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের যথাযথ নির্দেশনা, পরিচালনা পর্ষদের উপযুক্ত মনিটরিং, ব্যাংকের সকল সহকর্মীর ঐকান্তিক প্রচেষ্টা ও দক্ষ ব্যবস্থাপনার নেতৃত্বে এ অর্জন সম্ভব হয়েছে উল্লেখ করে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সকল অংশীজন, গ্রাহক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ব্যাংকটি শ্রেণিকৃত ঋণ হ্রাসে সক্ষম হয়েছে-এটি গৌরবের বিষয়।

এএ