১.৯ শতাংশ বেড়েছে মালয়েশিয়ার পাম অয়েল মজুদ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১১ ০৯:৫৪:৪৬


গত জুন মাসে মালয়েশিয়া পাম অয়েলের মজুদ বেড়েছে। তবে বৃদ্ধির হার ছিল প্রত্যাশার চেয়েও ধীর। উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি রফতানি বেড়ে যাওয়ায় মজুদ প্রবৃদ্ধিতে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বর্তমানে মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ। জুনে দেশটিতে পাম অয়েলের মজুদ এর আগের মাসের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ২০ হাজার টনে, যা চার মাসের মধ্যে সর্বোচ্চ। যদিও এর আগে রয়টার্স ১০ দশমিক ৫ শতাংশ মজুদ বাড়ার পূর্বাভাস দিয়েছিল।

মালয়েশিয়ায় জুনে পাম অয়েল উৎপাদন আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৫০ হাজার টনে। পাম অয়েল বোর্ডের তথ্য বলছে, উৎপাদন কমে যাওয়ায় কিছুটা অবাক হয়েছেন খাতসংশ্লিষ্টরা। কারণ তারা ওই মাসে উৎপাদন বাড়বে বলে প্রত্যাশা করেছিলেন।  এদিকে জুনে পণ্যটির রফতানি আগের মাসের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৭০ হাজার টন।

এনজে