আকাশ রঞ্জনের রচনায় ও সারাহ বেগম কবরীর পরিচালনায় ভিন্নধর্মী একটি নাটক ‘তুমি ভালো থেকো’ গত শুক্র ও শনিবার রাজধানীর উত্তরায় শুটিং শেষ করেছেন ঈদের এই বিশেষ খণ্ড নাটকটির।
এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রিয়াজ ও সুমাইয়া শিমু। আসছে ঈদে বাংলাভিশনে নাটকটি প্রচারের কথা রয়েছে।
লেখক আকাশ রঞ্জন বলেন ‘তুমি ভালো থেকো’ নাটকের গল্পটি অসাধারণ আশাকরি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। আর জনপ্রিয় অভিনেতা রিয়াজ ভাইতো অসাধারণ অভিনয় করেন সেটাতো বলার অপেক্ষা রাখেনা।
সানবিডি/ঢাকা/এসএস