রিজার্ভ এখন ২৩.৫৬ বিলিয়ন ডলার
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৭-১৩ ১৮:১০:৫৯

বাংলাদেশ ব্যাংক আইএমএফের ফর্মুলা মেনে প্রমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, গতকাল বুধবার (১২ জুলাই) আইএমএফের ফর্মুলা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
তবে, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গতকাল রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।
আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।
গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। তবে, জুনে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













