ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরু থেকেই সূচকের ব্যাপক উঠা-নামা ছিল। আর দিন শেষে ডিএসই প্রধান সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও সামান্য কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪২৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৩৭ কোটি ৪৬ লাখ টাকা কম। গতকাল এ বাজারে লেনদেন হয়েছিল ৪৬৩ কোটি ৭০ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৫ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
সানবিডি/ঢাকা/এসএস