হিলিতে কেজিতে ৪ টাকা কমেছে পেঁয়াজের দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৫ ১১:৩৭:২৮


দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি অব্যাহত থাকায় দুদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৪ টাকা করে কমেছে। সরবরাহ ভালো থাকায় পেঁয়াজের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের।

হিলি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই আমদানীকৃত ভারতীয় পেঁয়াজের যথেষ্ট মজুদ রয়েছে। যে কারণে পেঁয়াজের দাম কমতির দিকে। দাম কমলেও ক্রেতা সংকট চলমান। দুদিন আগেও আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে কোনো দোকানেই দেশী পেঁয়াজের সরবরাহ লক্ষ্য করা যায়নি। হিলি স্থলবন্দরে গত দুদিন ধরেই একই রকম দামে আমদানীকৃত ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে। বর্তমানে ইন্দোর জাতের পেঁয়াজ ২৭ থেকে ২৮ টাকা। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে আমদানির পরিমাণটা আগের তুলনায় কিছুটা বেড়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচাপণ্য, গরম ও বৃষ্টিতে পচে নষ্ট হয়ে যায়। তাই কাস্টমসের পরীক্ষা ও শুল্কায়ন শেষে দ্রুত এসব পেঁয়াজ যাতে খালাস করা যায়, সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ব্যবস্থা গ্রহণ করে রেখেছে।’

এনজে