চীনে ৪৫.৩ শতাংশ বেড়েছে জ্বালানি তেল আমদানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-১৫ ১১:৪৪:৪০
চীনে এ বছর অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। সম্প্রতি দেশটির কাস্টমসের তথ্য সূত্রে এ চিত্র দেখা গেছে। অভ্যন্তরীণ চাহিদা কিছুটা কম থাকা সত্ত্বেও পরিশোধক প্রতিষ্ঠানগুলো এখন বেশকিছু মজুদ গড়ে তুলছে বলে জানা গেছে। খবর রয়টার্স।
এ বিষয়ে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য বলছে, জুনে অপরিশোধিত তেলের আমদানি ছিল দিনপ্রতি ৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টন বা ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ব্যারেল। মাসিক হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডের চিত্র, যা আগের বছরের জুনের তুলনায় ৬৭ লাখ ২০ হাজার ব্যারেল বেশি।
অপরিশোধিত তেল আমদানির চিত্র মাসওয়ারি হিসাবেও বেশ ঊর্ধ্বমুখী দেখা গেছে, গত মে মাসের তুলনায় জুনে এটা বাড়তে দেখা গেছে দিনপ্রতি ১ কোটি ২১ লাখ ১০ হাজার ব্যারেল। বছরের প্রথম প্রান্তিকে মোট আমদানির পরিমাণ ছিল ২৮ কোটি ২১ লাখ টন, যা আগের বছরের একই সময়ের ২৫ কোটি ২৫ লাখের তুলনায় ১১ দশমিক ৭ শতাংশ বেশি।
কমোডিটিস কনসালট্যান্সি ভরটেক্সার পরিসংখ্যান বলছে, জুনের শেষ নাগাদ উপকূলবর্তী অপরিশোধিত তেলের মজুদ দাঁড়াবে ৯৮ কোটি ব্যারেলে। এ সংখ্যাটা ২০২০ সালে পাওয়া সর্বসময়ের বেশি মজুদের রেকর্ড থেকে মাত্র ২ কোটি ব্যারেল কম। অন্যদিকে এ বছর কেরোসিনের চাহিদাও অনেক বেড়েছে। বিশেষ করে কভিড-১৯ জনিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর যাতায়াত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদায়ও উল্লম্ফন দেখা গেছে।
এনজে