আরও ৪ জেলায় নতুন ডিসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৬ ১৬:০১:১০

দেশের আরও ৪ জেলায় জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন হয়েছে। শনিবার (১৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. গোলাম মওলাকে নওগাঁর জেলা প্রশাসক করা হয়েছে। মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে গাইবান্ধায় একই পদে বদলি করা হয়েছে।
এছাড়া, ভোলার জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের জেলা প্রশাসক করা হয়েছে। শরীয়তপুরের জেলা প্রশাসক আরিফুজ্জামানকে ভোলায় একই পদে বদলি করা হয়েছে।
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এই নিয়ে চলতি জুলাই মাসেই ৩২ জেলায় জেলা প্রশাসক পদে পরিবর্তন আনল সরকার।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










