রোজ সন্ধ্যেবেলা নির্দিষ্ট সময়ে টিভির সামনে বসে পড়া বুঝি আপনার নেশা? আর হবে নাই বা কেন বলুন? সে সময় তো ‘বালিকা বধূ’ এসে হাজির হয় আপনার ড্রইংরুমে!
আপনার পছন্দের ডেলি সোপ যদি ‘বালিকা বধূ’ হয় তা হলে আপনার জন্য রযেছে সুখবর। কারণ লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিল এই সিরিয়াল।
সবচেয়ে বেশি সময় ধরে চলা ভারতীয় ফিকশনাল শো হিসেবে এই সম্মান পেল জনপ্রিয় ধারাবাহিকটি। ২০০৮-এর অগস্টে শুরু হয়েছিল এই ডেলি সোপ। এখনও তা সমান তালে চলছে। এই সম্মানের জন্য গোটা টিম দর্শকদের ধন্যবাদ জানিয়েছে।
সানবিডি/ঢাকা/আহো