অবাক হচ্ছেন! ডাক্তাররাও বেশ অবাক হয়েছেন এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে ক্যামেরুনে। ২৬ বছরের এক যুবতী অসহ্য পেটে ব্যথা নিয়ে ভর্তি হন সেখানকার একটি হাসপাতালে। স্ক্যান করে ডাক্তাররা দেখেন, যুবতীর অ্যাপেনডিক্সের কাছে তরল কিছু একটা জমে আছে এবং অ্যাপেনডিক্স বেশ ফুলে আছে।
সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের জন্য তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারে অ্যাপেনডিক্স বাদ দেওয়ার সময় একটা জিনিস চোখে পড়তেই চোখ কপালে ওঠে ডাক্তারদের।
তাঁরা দেখেন, ওই যুবতীর অ্যাপেনডিক্সের পাশেই জড়িয়ে রয়েছে একটি কন্ডম! অ্যাপেনডিক্সের অস্ত্রোপচারের সঙ্গে সঙ্গে সেটিকেও বের করে দেন ডাক্তাররা। পেটের ভেতর থেকে অ্যাপেনডিক্স আর কন্ডম বাদ দেওয়ার পর এখন অনেকটাই সুস্থ আছেন ওই যুবতী।
সানবিডি/ঢাকা/আহো