বৃষ্টি নামাতে কৃত্রিম পাহাড়!

প্রকাশ: ২০১৬-০৫-৩১ ২১:৫৮:১৪


the-united-arab-emirates20160531152712বৃষ্টির হাহাকার মেটাতে এবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বানানো হচ্ছে কৃত্রিম পাহাড়। কৃত্রিম এই পাহাড় তৈরি হলে তা পেছনে ফেলবে দুবাইয়ের সুউচ্চ টাওয়ার বুর্জ খালিফাকে।

আভিজাত্য, বিলাসিতার চাদরে মোড়া দুবাই। বিশ্বের সবচেয়ে ধনী শহরের একটি। পর্যাপ্ত তেলের ভাণ্ডারও রয়েছে। কিন্তু শহরটিতে বৃষ্টির অভাব প্রকট আকার ধারণ করেছে। বৃষ্টির দেখা মেলে খুব কমই। এবার এই দশা থেকে মুক্তি পেতে চলেছে দুবাইয়ের বাসিন্দারা।

বৃষ্টি আনার জন্য বানানো হচ্ছে আস্ত একটা কৃত্রিম পাহাড়। দেশীয় ও মার্কিন বিজ্ঞানীরা ওই পাহাড় তৈরির কাজ করছেন। কৃত্রিম এই পাহাড়ের উচ্চতা হবে প্রায় ২০০০ মিটার।

বিজ্ঞানীরা বলছেন, পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে উপরে উঠে যাবে গরম বাতাস। এরপর ঠাণ্ডা হয়ে সেই বাতাস থেকেই নামবে বৃষ্টি। কৃত্রিম এই পাহাড় তৈরি করতে খরচ হবে দেড় হাজার কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে বেশ কিছু কৃত্রিম দ্বীপ ও লেক তৈরি করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো