বৈশ্বিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সোমবার ১ শতাংশের বেশি কমেছে। শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা কমে যাওয়ার আশঙ্কা দাম কমাতে সহায়তা করেছে। খবর নাসডাক।
এ বিষয়ে বিশ্লেষকরা জানান, কভিড-১৯-সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়ার পর থেকেই চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বরং নানা প্রতিবন্ধকতায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ক্রমেই শ্লথ হচ্ছে। নতুন করে আবারো দেশটির অর্থনীতি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। ফলে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমতে পারে, যা বৈশ্বিক চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে দাম কমার ক্ষেত্রে লেবাননে বন্ধ হয়ে পড়া উত্তোলন কার্যক্রম চালু হওয়ার বিষয়টিও ভূমিকা রেখেছে।
আইসিই ফিউচারসে সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ৩২ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৮ ডলার ৫৫ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ ডলার ২২ সেন্ট বা ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৪ ডলার ২০ সেন্টে।
একদিনের ব্যবধানে দাম কমলেও উভয় বাজার আদর্শের সাপ্তাহিক দাম বেড়েছে। সৌদি আরব, রাশিয়াসহ ওপেক প্লাসের উত্তোলন কমানোর পদক্ষেপ সাপ্তাহিক দাম বাড়াতে সহায়তা করেছে।
এনজে