কাবিন নামা প্রকাশ, পাল্টা মামলা হবে মাহির বিরুদ্ধে

প্রকাশ: ২০১৬-০৬-০১ ১২:৩৪:১২


mahi-kabin nama-kolajএবার অনলাইনে চলে এলো মাহি ও শাওনের বিয়ের কাবিন নামা। জানা যায়, মাহির কথিত স্বামী শাওন আজ পুলিশের কাছে কাবিন নামা পেশ করেন। গত শনিবার শাওনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় শাওনকে গ্রেফতার করে রিমান্ডে নিলে শাওন মাহিকে বিয়ের কথা স্বীকার করেন।

সেদিন কোনো প্রমাণাদি দেখাতে না পারলেও আজ পুলিশের কাছে কাবিন নামা পেশ করেছেন শাওনের পরিবার। শুধু তাই নয়, মাহির বিরুদ্ধে পাল্টা মামলা করার কথাও ভাবছেন শাওনের পরিবার।

জানা যায়, শাওন জামিন পেলেই মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন তারা।

সানবিডি/ঢাকা/এসএস