

জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) থেকে প্রধান কোচ ডেভ হোয়াটমোরকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অধিনায়কত্ব হারিয়েছেন হ্যামিল্টন মাসাকাদজাকে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভরাডুবির কারণেই এই সিদ্ধান্ত।
তাদের দুজনের পরিবর্তে গ্রায়েম ক্রেমার ও মাখায়া এনটিনিকে অন্তর্বর্তীকালীন যথাক্রমে অধিনায়ক ও কোচ করা হয়েছে।
যদিও দক্ষিন আফ্রিকার সাবেক ব্যাটসম্যান ল্যান্স ক্লুজনারকে দুই বছরের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে। এছাড়াও নির্বাচক কমিটিও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আহ্বায়ক কমিটির প্রধান করা হয়েছে সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবুকে।
২০১৫ সালের অক্টোবরে প্রথমে অধিনায়কত্ব হারালেও পরবর্তীতে মাসাকাদজাকে আবারো পুনর্বহাল করা হয়। তিন ফরম্যাটেই তাকে অধিনায়কের দায়িত্ব পান তিনি। দেওয়া হয়। কিন্তু বিশ্বকাপে তার হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাকে আবারো বরখাস্ত করা হলো। লেগ স্পিনার ক্রেমারই একমাত্র ক্রিকেটার ছিলেন যিনি ধারাবাহিকভাবে সফল ছিলেন। তাই তাকেই অন্তর্বর্তীকালীন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেভ হোয়াটমোর এর আগে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব পালন করেছেন। তার আগে বাংলাদেশের দায়িত্বে ছিলেন। তার হাত ধরেই বিশ্বকাপ শিরোপা জেতে শ্রীলংকা। ২০১৪ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের দায়িত্ব নেন তিনি।
সানবিডি/ঢাকা/এসএস