চীনে ১০.৭ শতাংশ বেড়েছে অ্যালুমিনিয়াম আমদানি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-১৯ ০৯:১৩:৪৭


চীনে চলতি বছরের প্রথমার্ধে অ্যালুমিনিয়াম আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৭ শতাংশ বেড়েছে। দেশটির শুল্ক বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বিদ্যুৎ সংকটে স্থানীয় উৎপাদন ব্যাহত হওয়া এবং ঊর্ধ্বমুখী চাহিদার প্রত্যাশায় আমদানি ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার।

এ বিষয় জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, চীন বিশ্বের শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক ও ব্যবহারকারী। জানুয়ারি-জুন পর্যন্ত দেশটি ১২ লাখ টন অ্যালুমিনিয়াম আমদানি করে। আমদানীকৃত অ্যালুমিনিয়ামের মধ্যে ছিল প্রাইমারি ধাতু, অগঠিত ও অ্যালয়েড অ্যালুমিনিয়াম।

জুনে দেশটি সব মিলিয়ে ২ লাখ ১১ হাজার ২৩৫ টন অ্যালুমিনিয়াম আমদানি করে। গত বছরের একই সময় আমদানি করা হয়েছিল ১ লাখ ৮৭ হাজার ৩৬২ টন। সে হিসাবে আমদানি বেড়েছে ১২ দশমিক ৮ শতাংশ। এছাড়া চলতি বছরের মে মাসের তুলনায়ও আমদানি বেড়েছে। ওই মাসে আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৯১ হাজার ৭০১ টন।

চীনে চতুর্থ শীর্ষ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রদেশ ইউনান। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে চলতি বছর জলবিদ্যুৎ উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এ কারণেই মূলত দেশটির স্থানীয় উৎপাদন সীমিত হয়ে পড়ে।

এ বিষয়ে ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানায়, চলতি বছর খুব স্বল্পমাত্রায় চীনে অ্যালুমিনিয়াম উৎপাদন বেড়েছে। বছরের প্রথমার্ধে উৎপাদন হয়েছে ২ কোটি ১ লাখ ৬০ হাজার টন, যা এর আগের বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। ইউনান প্রদেশে উৎপাদন শুরু হয় গত মাসে। তবে বিশ্লেষকদের প্রত্যাশার আগামী মাসগুলোয় এ প্রদেশ থেকে উৎপাদন বাড়বে। তামা মূলত পরিবহন, ভবন নির্মাণ ও প্যাকেজিং খাতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। চলতি বছর চীনে ধাতুটির ব্যবহার প্রত্যাশা চেয়ে কমেছে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশটিতে লম্বা সময় ধরেই বিপর্যয়ের মধ্যে আছে আবাসন খাত। একসময় খাতটি চীনের অর্থনীতির অন্যতম খুঁটি ছিল। এদিকে দুর্বল বৈশ্বিক চাহিদায় দেশটির পণ্য রফতানিও কমছে। তবে অ্যালুমিনিয়ামের চাহিদায় কিছুটা আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে জ্বালানি, পরিবহন ও সোলার খাতে এটির চাহিদা এখনো ঊর্ধ্বমুখী।

অর্থনীতিকে আরো গতিশীল করতে সরকারি প্রণোদনাসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপের আশা করছেন বিনিয়োগকারীরা। এসব পদক্ষেপ শিল্প ধাতুগুলোর বাজারকে চাঙ্গা করতে সহায়তা করবে।

এদিকে গত মাসে অ্যালুমিনিয়াম উৎপাদনের কাঁচামাল বক্সাইটের আমদানি ১ কোটি ১৫ লাখ ৬০ হাজার টনে উন্নীত হয়েছে।

গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ। চলতি বছরের প্রথম ছয় মাসে বক্সাইট আমদানি ৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি।