রাশিয়ার ঘোষণার পর বেড়েছে গমের দাম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-১৯ ০৯:২৩:১২


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধকে কেন্দ্র করে সরবরাহ সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। মূলত রাশিয়া কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণা দেয়ার পর পরই শস্যটির বাজার ঊর্ধ্বমুখী। খবর রয়টার্স।

রাশিয়া চুক্তি থেকে সরে আসার ঘোষণার পর শিকাগো বোর্ড অব ট্রেডে গমের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে যায়। গতকাল সেখানে শস্যটির দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৬ ডলার ৫৬ সেন্টে। অন্যদিকে সয়াবিনের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ১৩ ডলার ৮২ সেন্ট এবং ভুট্টার দাম দশমিক ৬ শতাংশ বেড়ে বুশেলপ্রতি ৫ ডলার ৯ সেন্টে উন্নীত হয়।

রাশিয়া গত বছরের শুরুর দিকে ইউক্রেনে হামলা চালালে বন্ধ হয়ে পড়ে কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে শস্য রফতানি। রুশ সেনাদের অবরোধের মুখে ইউক্রেনের রফতানিকারকরা গমসহ শস্যটি রফতানি বন্ধ করে দিতে বাধ্য হন। ওই সময় দেশটি স্থল ও রেলপথ দিয়ে অল্প কিছু শস্য রফতানি করতে সক্ষম হয়।

টানা ছয় মাস রফতানি বন্ধ থাকায় বিশ্ববাজারে খাদ্যশস্যের সরবরাহ অনিশ্চয়তার মুখে পড়ে। লাফিয়ে বাড়তে শুরু করে খাদ্যপণ্যের দাম। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে পড়ে। পরিস্থিতি সামাল দিতে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় গত বছরের জুলাইয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। ফলে ফের কৃষ্ণসাগরীয় বন্দর দিয়ে রফতানি চালু হয়। তবে এ বছর পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে চুক্তিটি থেকে বের হয়ে আসার হুমকি দেয় রাশিয়া। অবশেষে সোমবার দেশটি আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে বের হয়ে আসে। ফলে ফের বিশ্ববাজারে শস্য সরবরাহ সংকুচিত হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এনজে