‘ফেসবুক’ নিয়ে মানিক-নকুল বিশ্বাসের জীবনধর্মী গান

প্রকাশ: ২০১৬-০৬-০২ ১০:৪১:৩৪


manik-nakulতথ্য প্রযুক্তি এখন সব কিছুই এনে দিয়েছে হাতেরমোটে। বিশেষ করে সামাজিক যোগাযোগের দুইটি মাধ্যম ফেসবুক ও টুইটার মানুষের মধ্যে বন্ধন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর যেমন ভাল দিক আছে তেমন খারাপের দিকটাও একেবারে কম নয়।

এসবের পেছনে জীবনের মূল্যবান সময় নষ্টের পাশাপাশি অনেক ছেলে-মেয়েই আবার বিপদগামী হচ্ছে। ফেসবুকে বন্ধুত্বের পর অনেকের জীবনই হুমকির সম্মুখীন হচ্ছে।

ডিজিটালের এ যুগে বাবা-মাও খবর রাখেনা তার সন্তান ফেসবুকে আসলে কী করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিক পরিমাণ আসক্ত হয়ে যেসব ছেলে-মেয়ে জীবনের মূল্যবান সময় নষ্ট করছে এবং বিপদগামী হচ্ছে তাদের সচেতন করার লক্ষ্যেই এবার দুই প্রজন্মের দুই জীবনধর্মী শিল্পী এক হয়ে তৈরি করলেন ব্যতিক্রমী একটি ভিডিও গান ৷

শিল্পী আমিরুল মোমেনীন মানিকের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সুখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাস ৷

গানটির গীতিকার আলামীন হাওলাদার ৷

গানের কথাগুলো এরকম :

একদিকে ফেসবুক আর অন্যদিকে টুইটার/ মাঝখানে রাজত্ব করে ইউটিউব/ তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম/ব্যস্ত ব্যস্ত খুব খুব/প্রযুক্তির নেই তো দোষ/ রাখতে হবে শুধু হুশ/ বিপথগামী হলেই হবে ফুস !

সঙ্গীত পরিচালক তানভীর তারেকের কম্পোজিশনে গানটির একটি গল্পনির্ভর ভিডিও তৈরী হয়েছে ৷ এটির চিত্রনাট্য তৈরী ও নির্দেশনা দিয়েছেন আমিরুল মোমেনীন মানিক৷ ভিডিওতে দেখানো হয়েছে বর্তমান সময়ের চরম বাস্তবচিত্র ৷ ফেসবুকের ফেইক আইডিতে ভাই বোনের প্রেম, অত:পর ভাইয়ের মৃত্যুর ঘটনা এখানে চমৎকারভাবে চিত্রায়িত হয়েছে৷ ভিডিওতে নকুল কুমারসহ অংশ নিয়েছেন বেশ কয়েকজন ৷ শেষাংশে মানিকের উপস্থিতি ভিডিও’র গল্পকে আরো গ্রহণযোগ্য করে তুলেছে ৷

গানটি ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেল অনএয়ার হচ্ছে ৷ এছাড়া ইউটিউবে ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে ৷

https://www.youtube.com/watch?v=ccaickLi4io

সানবিডি/ঢাকা/এসএস