২৪ শতাংশ কমেছে অস্ট্রেলিয়ার এলএনজি রফতানি
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-২০ ০৯:২৬:১৩
জুনে অস্ট্রেলিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ কমেছে। জ্বালানি পণ্যের বাজার পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি কোয়েস্ট সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে
এ বিষয়ে মাসভিত্তিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, জুনে অস্ট্রেলিয়ার এলএনজি রফতানি আয় দাঁড়িয়েছে ৫৪০ কোটি অস্ট্রেলিয়ান ডলার। মে মাসের তুলনায়ও আয় কমেছে। ওই মাসে আয় এসেছিল ৫৮০ কোটি অস্ট্রেলিয়ান ডলার।
এনার্জি কোয়েস্টের দেয়া তথ্যমতে, জুনে অস্ট্রেলিয়া ৯৫টি কার্গোর মাধ্যমে ৬৫ লাখ ৯০ হাজার টন এলএনজি রফতানি করে। গত বছরের জুনে রফতানি করা হয় ১০৬টি কার্গোতে ৭৩ লাখ ১০ হাজার টন। অন্যদিকে চলতি বছরের মে মাসে ৯৯টি কার্গোর মাধ্যমে ৬৮ লাখ ২০ হাজার টন রফতানি করা হয়েছিল। সে হিসাবে রফতানি কমেছে। এলএনজি উৎপাদন প্রকল্পগুলো প্রতিদিন গড়ে ৩ দশমিক ২ শতাংশ কার্গো এলএনজি রফতানি করেছে।
পরামর্শক প্রতিষ্ঠানটি আরো জানায়, ২০২২-২৩ অর্থবছরে অস্ট্রেলিয়া ৮ কোটি ১৯ লাখ টন এলএনজি রফতানি করে, যা থেকে আয় এসেছিল ৯ হাজার ২৩৫ কোটি অস্ট্রেলিয়ান ডলার। অর্থাৎ এর আগের বছরের তুলনায় আয় বেড়েছে ৩১ শতাংশ।
এনজে