তুলার বৈশ্বিক উৎপাদন কমার পূর্বাভাস
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৭-২০ ০৯:৪৮:৩৩
তুলার বৈশ্বিক উৎপাদন কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। তবে এ মৌসুমে পণ্যটির ব্যবহার বাড়তে পারে। ফলে ঘাটতিতে পড়বে সরবরাহ। এদিকে তুলার বৈশ্বিক রফতানি বাড়তে পারে বলেও জানিয়েছে ইউএসডিএ।
বিশ্লেষকরা জানান, জলবায়ু পরিবর্তন ও এল নিনোর কারণে বিশ্বের আবহাওয়া উষ্ণ হয়ে উঠছে। ফলে ব্যাহত হচ্ছে কৃষিপণ্যের উৎপাদন। এর প্রভাব পড়ছে তুলা খাতেও। আবার কিছু অঞ্চলে অতিবৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগও উৎপাদনের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
চলতি মাসে প্রকাশিত বৈশ্বিক কৃষিপণ্য সরবরাহ ও চাহিদা প্রাক্কলন শীর্ষক প্রতিবেদনে ইউএসডিএ জানায়, ২০২৩-২৪ মৌসুমে বিশ্বজুড়ে ১১ কোটি ৬৮ লাখ ৪০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হতে পারে। আগের মৌসুমে উৎপাদন হয়েছিল ১১ কোটি ৭৯ লাখ ৭০ হাজার বেল।
এ বিষয়ে বাজার পর্যবেক্ষকরা বলছেন, চীনসহ শীর্ষ অর্থনীতিগুলো করোনার বাধা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। প্রসার ঘটছে পোশাক শিল্প খাতে। এ বছর বিশ্বব্যাপী পোশাকপণ্যের চাহিদায় উল্লম্ফন দেখা দিতে পারে। কিন্তু সে অনুপাতে তুলার সরবরাহ পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়।
প্রকাশিত প্রতিবেদনে ইউএসডিএ জানায়, এ মৌসুমে তুলার বৈশ্বিক ব্যবহার বেড়ে ১১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার বেলে উন্নীত হতে পারে, যা আগের মৌসুমে ছিল ১০ কোটি ৯৭ লাখ ৭০ হাজার বেল।
মৌসুমে শুরুতে পণ্যটির মজুদ দাঁড়াতে পারে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার বেলে, আগের মৌসুমে যা ছিল ৮ কোটি ৬০ লাখ ৪০ হাজার বেল। অন্যদিকে সমাপনী মজুদের পরিমাণ ৯ কোটি ৪৫ লাখ ২০ হাজার বেলে পৌঁছতে পারে, গত বছর যা ছিল ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার বেল।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০২২-২৩ মৌসুমে বিশ্বজুড়ে ৩ কোটি ৭৫ লাখ ৬০ হাজার বেল তুলা রফতানি হয়েছে। ২০২৩-২৪ মৌসুমে রফতানি বেড়ে ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার বেলে উন্নীত হতে পারে।
ভারত বিশ্বের অন্যতম শীর্ষ তুলা উৎপাদক। ২০২৩-২৪ মৌসুমে দেশটিতে পণ্যটির উৎপাদন ২ কোটি ৬০ লাখ থেকে কমে ২ কোটি ৫৫ লাখ বেলে নামতে পারে। ভারতে তুলার ব্যবহার বেড়ে ২ কোটি ৪৫ লাখ বেলে উন্নীত হতে পারে। ২০২২-২৩ মৌসুমে ব্যবহারের পরিমাণ ছিল ২ কোটি ৩৫ লাখ বেল। ভারতের রফতানি ১২ লাখ ৫০ হাজার থেকে বেড়ে ২২ লাখ বেলে উন্নীত হওয়ার প্রত্যাশা করছে ইউএসডিএ। এছাড়া মৌসুমের শুরুর দিকে মজুদ ১ কোটি ১৬ লাখ বেলে পৌঁছতে পারে।
অন্যদিকে চীনে উৎপাদন ৩ কোটি ৭ লাখ থেকে কমে ২ কোটি ৭০ লাখ বেলে নামতে পারে। দেশটির আমদানি ৬৩ লাখ ৫০ হাজার থেকে বেড়ে এক লাফে ৯৭ লাখ ৫০ হাজার বেলে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পণ্যটির ব্যবহার বেড়ে ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার বেলে পৌঁছতে পারে।
অন্যান্য দেশে কমলেও যুক্তরাষ্ট্রে তুলা উৎপাদন ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার থেকে বেড়ে ১ কোটি ৬৫ লাখ বেলে উন্নীত হতে পারে। দেশটির রফতানি বেড়ে পৌঁছতে পারে ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার বেলে।
এনজে