বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
ছোট পর্দায় ফিরছেন সানি
প্রকাশিত - জুন ২, ২০১৬ ১১:৫০ এএম
বড় পর্দা কাঁপানোর আগে সানি লিওনকে ছোট পর্দায় প্রথম দেখা গিয়েছিল। শুরুটা হয়েছিলে বিগ বস-এ। তার পর ছোট পর্দার জন্য আর সময় করে উঠতে পারেননি। কিন্তু তিনি আবার ফিরছেন টেলিভিশনে।
সানি লিওনিকে দেখার জন্য উদগ্রীব ভারতীয় দর্শক বাড়িয়ে দিয়েছিল ‘বিগ বস’-এর টিআরপি। তার পর বলিউডে জাঁকিয়ে বসতে আর অসুবিধে হয়নি সানির। একের পর এক বলিউড ছবি তাঁকে প্রচার এবং সাফল্য দুই’ই দিয়েছে।
কিন্তু এদেশে শুরুটা তো হয়েছিল ছোট পর্দাতেই। সেই ছোট পর্দাতেই আবার দেখা যাবে সানিকে। পাশাপাশি অবশ্যই চলবে সিনেমার কাজ। জানা গিয়েছে, এমটিভি স্প্লিটসভিলা-র নতুন সিজনে ফিরছেন সানি। এই শো-টি সানির বিশেষ পছন্দ।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে যত ব্যস্ততাই থাক না কেন, এই শো-এর জন্য সব সময় ডেট ফাঁকা রাখতে তিনি রাজি। ভারতীয় দর্শকদের জন্যে অবশ্যই এটি সুখবর। টিভির পর্দায় নিয়মিত সানিকে দেখার সুযোগ কি তাঁরা হাতছাড়া করবেন নাকি?
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.