বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক হলেন জহিরুল ইসলাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৭-২১ ১৬:০৫:৫৪

মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর (শ্রম) হিসেবে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগদানকৃত যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর (শ্রম) হিসেবে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য যোগদানকৃত যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলামকে বাংলাদেশ টেলিভিশনের উপপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










