বিশ্ববাজারে আরেক দফা কমলো গমের মূল্য
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৭-২৬ ১০:১১:২৮
আন্তর্জাতিক বাজারে গমের মূল্য আরও কমেছে। বুধবার (২৬ জুলাই) শিকাগো বোর্ড ট্রেডে (সিবিওটি) খাদ্যশস্যটির দর আরেক দফা হ্রাস পেয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, বিশ্বের অন্যতম শীর্ষ গম উৎপাদক যুক্তরাষ্ট্র। আগামী কয়েকদিনের মধ্যে দেশটির খাদ্যপণ্য উৎপাদন অঞ্চলে প্রয়োজনীয় বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
গত কিছুদিন ধরে সেখানে তীব্র তাপমাত্রা বিরাজ করছিল। ফলে শুষ্ক আবহাওয়ায় গমের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছিল। তবে নতুন আভাসে সেই দুর্ভাবনা কমে গেছে। তাতে পণ্যটির দরপতন ঘটেছে।
এদিন সিবিওটিতে গমের সরবরাহ মূল্য বেশ নিম্নগামী হয়েছে। এতে সবচেয়ে সক্রিয় ভোগ্যপণ্যটির দাম কমেছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ৭ ডলার ৪৯ সেন্টে।
আগের কার্যদিবসে যা ছিল ৭ ডলার ৭৭ সেন্ট। বিগত ৫ মাসে তা ছিল সর্বোচ্চ। গত ২১ ফেব্রুয়ারির পর এত বেশি দাম আরও দেখা যায়নি।
এম জি