ভারতের উত্তর প্রদেশে সংঘর্ষে নিহত ২১

প্রকাশ: ২০১৬-০৬-০৩ ১২:১৫:২৭


Mathura20160603061146ভারতের উত্তর প্রদেশের একটি পার্ক উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দখলদারদের সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক মানুষ। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়।

রাজধানী শহর দিল্লি থেকে ১শ ৫০ কিলোমিটার দূরবর্তী মথুরা শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে ।

মথুরার জওহর এলাকার পার্কটি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করতে অভিযান চালাতে গেলে দখলদাররা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ অভিযান বাতিল করে। তবে ওই সংঘর্ষের কারণে দখলদারদের কাছ থেকে পার্কটি উদ্ধার করা সম্ভব হয়নি। ওই সংঘর্ষের সঙ্গে জড়িত প্রায় ২শ ৫০ জনকে আটক করেছে পুলিশ ।

সানবিডি/ঢাকা/আহো