বেতন বাড়লো মন্ত্রী-এমপিদেরও

আপডেট: ২০১৫-১০-১৯ ১৪:০৭:২৩


Cabinetরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, চিফ হুইপ, আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারক, প্রতিমন্ত্রী, বিরোধি উপনেতা, হুইপ, উপমন্ত্রী এবং সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির প্রস্তাব ‘ভেটিং’ সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন হয়েছে। দুই ধাপে তা কার্যকর করা হবে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা এক প্রেস ব্রিফিংএ এসব কথা জানান।

তিনি জানান, প্রস্তাবিত বেতন কাঠামোয় সর্বোচ্চ বেতন রাষ্ট্রপতির ১ লাখ ২০ হাজার টাকা করা হয়েছে যা আগে ৬১ হাজার টাকা ছিল। প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ১৫ হাজার টাকা করা হয়েছে যা আগে ৫৮ হাজার ছিল। এছাড়া সংসদ সদস্যদের বেতন করা হয়েছে ৫৫ হাজার টাকা যা আগে ছিল ২৭ হাজার টাকা।

মোহাম্মদ মোশাররাফ হোসেন ভুইঞা বলেন, ‘এর আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতনের আদলেই এই বেতন বৃদ্ধি করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নতুন এ বেতন কার্যকর হবে ২০১৫ সালের ১ জুলাই থেকে এবং ভাতা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে।’