ফিউচার মার্কেটে কমেছে জাপানি রাবারের দাম

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৭-২৭ ০৯:৩৬:২৩


বুধবার ফিউচার মার্কেটে কমেছে জাপানি রাবারের দাম। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো পণ্যটির দাম কমল। বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা বর্তমানে রাবারের বিনিয়োগে সতর্কতা অবলম্বন করছেন। চীনের প্রস্তাবিত প্রণোদনার বিষয়ে আরো বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছেন তারা।

ওসাকা এক্সচেঞ্জে বুধবার ডিসেম্বর সরবরাহ চুক্তিতে প্রাকৃতিক রাবারের দাম দশমিক ৪ ইয়েন বা দশমিক ২ শতাংশ কমেছে। প্রতি কেজির মূল্য স্থির হয়েছে ২০১ দশমিক ৫ ইয়েনে (১ ডলার ৪২ সেন্ট)। সে হিসাবে দাম দুই বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

অন্যদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে সেপ্টেম্বর সরবরাহ চুক্তিতে রাবারের দাম ৭০ ইউয়ান বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১২ হাজার ১৪০ ইউয়ানে (১ হাজার ৭০০ ডলার ৪ সেন্ট)।

চীন গত বছরের শেষ ও চলতি বছরের শুরুর দিকে কভিড-১৯সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়। এতে দেশটির অর্থনীতিতে খুব দ্রুত পুনরুদ্ধারের প্রত্যাশা করেছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। এমন পরিস্থিতিতে অর্থনীতিকে গতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির শীর্ষ নেতারা। এক্ষেত্রে তারা কিছু প্রণোদনা প্রোগ্রামের প্রস্তাব দিয়েছেন।

এনজে