এবার সিনেমা দেখা যাবে ফেসবুকে
প্রকাশ: ২০১৬-০৬-০৩ ১৬:৪৪:০৭

নতুন ফিচার যোগ হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে। এর নাম ‘অ্যান্ড চিল’। এই নয়া ফিচারে এবার ইউজারদের পছন্দের সিনেমা দেখাবে। যদিও নেটফ্লিক্সকে টেক্কা দেওয়া একটি ভয়ঙ্কর চিন্তা, তবুও ফেসবুক নিজেদের সামর্থ্য দেখাতে মাঠে নামছে।
নেটফ্লিক্সের অসংখ্য গ্রাহক বিশাল মুভি ভাণ্ডার থেকে যেকোনও সময় যে কোনও সিনেমা দেখতে পারেন। ফেসবুকের নতুন ফিচারের মাধ্যমেও যেকোনও সময় পছন্দের মুভিটি খুঁজে নেওয়া যাবে। এর সঙ্গে নতুন ফিচারে ইউজারের চাহিদা বুঝে নতুন নতুন মুভি বেছে নিতে সাহায্য করবে। আপনি কি ধরনের সিনেমা পছন্দ করেন এবং দেখতে চান তা জানানো যাবে ‘অ্যান্ড চিলকে’।
এ কাজটি করতে হলে মেসেঞ্জারের ইউআরএল-এ চলে যান। সেখানে যাওয়ামাত্রই নতুন ফিচার চলে আসবে। এবার আপনার কিছু বলার পালা। কি ধরনের মুভি দেখাতে চান তাকে জানিয়ে দিন।
অবশ্য এখনো এই ফিচার প্রাথমিক স্তরেই রয়েছে। তবে এর জন্যে বেশি ধৈর্য ধরতে হবে না। খুব শিগগিরই সব ঠিক হয়ে যাবে বলে জানা গিয়েছে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













