

বিএনপিকে রাস্তা পরিহার করে সমাবেশ করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজ করছে সরকার। তাই বিএনপিকে রাস্তা পরিহার করে সমাবেশ করার আহ্বান জানাই। যদি রাস্তা আটকে সমাবেশ করে, নিরাপত্তাবাহিনী ব্যবস্থা নেবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনে বাধা নেই।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক মাদক দ্রব্য পাচারবিরোধী দিবস উদযাপন নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো যেন কোনোভাবেই জনদূর্ভোগ তৈরি না করে। জনসাধারণের জানমালের ক্ষতি ও ধ্বংসাত্মক কাজ না করে।
সমাবেশকে কেন্দ্র করে কেউ যদি কোনো ঝামেলা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানান আসাদুজ্জামান খান।
এম জি