

গ্রিস উপকূলে নৌডুবিতে বহু শরণার্থী প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ডুবে যাওয়া নৌকাটিতে ৭ শতাধিক শরণার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক একটি সংস্থা জানিয়েছে, শরণার্থীদের বহনকারী নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল। নৌকাটি গ্রিসের ক্রিট দ্বীপের কাছে উল্টে যায়।
এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই নৌকাটিতে ৭ শতাধিক শরণার্থী ছিল। নৌকা উল্টে যাওয়ার পর দুই শতাধিক শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত বহু শরণার্থী নিখোঁজ রয়েছে। তারা বেঁচে আছে নাকি মারা গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। উপকূলরক্ষীরা ডুবে যাওয়া নৌকার নিখোঁজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।
সানবিডি/ঢাকা/আহো