

মা্ত্র এক বছর আগে অভিষেক। বয়স মাত্র ২০। এখনই সুপারস্টার। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। ক্রিকেট বিশ্বেও অনেক নাম হয়ে গেছে এরই মধ্যে।
সেই মুস্তাফিজুর রহমান কি প্রেমে পড়েছেন? মুস্তাফিজুরকে যাঁরা খুব কাছ থেকে চেনেন, জানেন, তাঁরা বলে থাকেন, বাংলাদেশের এই বাঁ হাতি পেসার খুবই লাজুক স্বভাবের। নাহ, মুস্তাফিজ সেরকম ছেলেই না!
কিন্তু সেই মুস্তাফিজুরকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে একটি ছবি দিনের আলো দেখার পরে। ছবিতে দেখা গিয়েছে মুস্তাফিজুরের পাশে রয়েছে একটি মিষ্টি মেয়ে। আর সেই ছবি প্রকাশিত হওয়ার পরেই মুস্তাফিজের ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। এই মেয়েই কি মুস্তাফিজুরের প্রেমিকা? এই প্রশ্নের উত্তর খুঁজছে সবাই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কাঁপানো মুস্তাফিজ অবশ্য তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একটি মন্তব্যও করেননি। কিন্তু দুয়ে দুয়ে চার করার চেষ্টা করা হচ্ছে। আবির্ভাবেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন মুস্তাফিজ। বেস্ট এমার্জিং ক্রিকেটার হয়েছেন এই বাঁ হাতি বোলার। সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করে বাংলাদেশে ফেরার পরে অনেকেই মুস্তাফিজের সঙ্গে দেখা করতে যান সাতক্ষীরায়। সেই সময় একটি মেয়ে মুস্তাফিজের সঙ্গে ছবি তোলেন। আর এই ছবিই জন্ম দিয়েছে যাবতীয় জল্পনার। মুস্তাফিজুরের প্রেম নিয়ে চলছে চর্চা। জানা গিয়েছে মেয়েটি মুস্তাফিজুরের গ্রামেরই।
মেয়েটিকে নিয়ে কানাঘুষা শুরু হলেও, মুস্তাফিজের বড় ভাই মোখলেস এমন প্রসঙ্গে রীতিমত বিরক্ত। তার কথা,‘ মুস্তাফিজ এমন ছেলেই না। ওর সঙ্গে প্রতিদিন অসংখ্য ভক্ত দেখা করতে আসে। ছবি তুলতে চায়। সে চেস্টা করে সবাইকে খুশি রাখতে। ব্যাপারটা এর বেশি কিছু নয়।’
সানবিডি/ঢাকা/এসএস