চীন সরকার দেশটিতে গত তিন মাসে তিন বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল মজুদ করেছে। সস্তা দামের রুশ জ্বালানি তেল দেশটিতে মজুদ বাড়াতে সহায়তা করছে। ভবিষ্যতে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে দেশটিকে নানা সুযোগ-সুবিধাও দিচ্ছে রাশিয়া।
বর্তমানে চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল আমদানিকারক। দেশটির বাণিজ্যিক ও কৌশলগত মজুদে গত মাসে দৈনিক ২১ লাখ ব্যারেল করে জ্বালানি তেল যোগ হয়েছে, যা ২০২০ সালের জুনেরর পর সর্বোচ্চ। এ বছরের মে মাসে মজুদে যোগ হয়েছিল দৈনিক ১৭ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল। চীনের সরকারি তথ্য বিশ্লেষণ করে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের মজুদ অবকাঠামোগুলোয় প্রতিদিন ৯ লাখ ৫০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল যোগ হয়েছে, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। ওই সময় মজুদ অবকাঠামোগুলোয় প্রতিদিন যোগ হয়েছিল ৭ লাখ ৪০ হাজার ব্যারেল। বছরের প্রথমার্ধে পরিশোধন কার্যক্রম ঊর্ধ্বমুখী হয়ে উঠলেও দেশটি মজুদ বাড়াতে সক্ষম হয়েছে।
চীনের অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি এ বছর বেড়েছে ৪৫ দশমিক ৩ শতাংশ। সম্প্রতি দেশটির কাস্টমসের তথ্যসূত্রে এ চিত্র দেখা গেছে। অভ্যন্তরীণ চাহিদা কিছুটা কম থাকা সত্ত্বেও পরিশোধক প্রতিষ্ঠানগুলো এখন বেশকিছু মজুদ গড়ে তুলছে বলে জানা গেছে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের তথ্য বলছে, জুনে অপরিশোধিত তেলের আমদানি ছিল দিনপ্রতি ৫ কোটি ২০ লাখ ৬০ হাজার টন বা ১ কোটি ২৬ লাখ ৭০ হাজার ব্যারেল। মাসিক হিসাবে এটি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডের চিত্র, যা আগের বছরের জুনের তুলনায় ৬৭ লাখ ২০ হাজার ব্যারেল বেশি।
এনজে