ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে প্রোভিসিপন্থি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং ছাত্রলীগের একাংশের নেতাকর্মী।
জানা যায়, গত ১৭ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘তিন কর্তাব্যক্তির লুটপাট, প্রোভিসি নিজ বাড়ি নির্মানে নিয়েছেন তিন লক্ষ টাকা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সরকারী অর্থ ব্যয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি ও ট্রেজারার বিলাসিতার প্রতিযোগিতায় নেমেছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেনের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তদন্তে গত দশ অক্টোবর ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) একটি তদন্ত দল বিশ্ববিদ্যালয়ে আসে। তদন্ত দলের চাহিদানুযায়ী তদন্ত দলের নিকট বিশ্ববিদ্যালয়ের ওই তিন কর্তাব্যক্তির নিয়োগের পর থেকে এপর্যন্ত বিভিন্ন খাতে খরচের একটি তালিকা বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগ থেকে প্রকাশ করা হয়। এর প্রতিবাদে রোবববার সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইংরেজী বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মিয়া রাসেদুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ জুয়েল, লেকচারার সাজ্জাদ জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের নিজ বিভাগ ইংরেজী বিভাগের প্রায় অর্ধশত শিক্ষার্থী, তার পক্ষের কিছু কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মিজানুর রহমান মিজুর পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে উপস্থিত সকলে এসময় প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের বিরুদ্ধে করা প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট বলে আখ্যায়িত করেন এবং ওই সংবাদ প্রত্যাহারের দাবি জানান। একই সাথে অর্থ ও হিসাব পরিচালকের অপসারণ দাবি করেন তারা।