রূপালী ব্যাংকের ক্যাশ ফ্লো বেড়েছে ২৯ গুণ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৮-০১ ০৯:০৮:২৭

পুঁজিবাজারের তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৩-জুন,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানিরটির ক্যাশ ফ্লো বা নগদ অর্থের প্রবাহ বেড়েছে ২৮ দশমিক ৪১ গুন।
সোমবার (৩১ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, কোম্পানির নগদ প্রবাহের সেই অংশ যা কোম্পানির অর্থায়নে ব্যবহৃত নীট নগদ প্রবাহকে প্রতিফলিত করে। অর্থায়ন কার্যাবলী থেকে ক্যাশের অন্তর্ভূক্ত হলো ব্যাংক, বিনিয়োগকারীদের কাছ থেকে প্রাপ্ত নগদ এবং যেভাবে শেয়ারধারণকারীদেরকে নগদ পরিশোধ করা হয়।
চলতি বছরের ছয় মাসে প্রতিষ্ঠানটির ক্যাশ ফ্লো হয়েছে ১১৮ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিলো ৪ টাকা ১৬ পয়সা। সে হিসেবে ক্যাশ ফ্লো বেড়েছে ২৮ দশিমক ৪১ গুণ বা ১১৪ টাকা ৫ পয়সা।
কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল,২৩-জুন,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ০৭ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি,২৩-জুন’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ব্যাংগ প্রতিষ্ঠার ৫২ বছরের ইতিহাসের রেকর্ড ভঙ্গ করেছিলো।
ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, চলতি ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রথম ছয় মাসে বা অর্ধ-বার্ষিক হিসাব সমাপনীতে পরিচালন মুনাফা হয়েছে ৩৪০ কোটি টাকারও বেশি। গত বছর একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল মাত্র ৫৭ কোটি টাকা।
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর গত বছরের আগস্টে দায়িত্ব নেয়ার পর ব্যাংকটির ডিপোজিট বেড়েছে প্রায় ১৪ হাজার কোটি টাকা। ঋণ বেড়েছে ৭ হাজার কোটি টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













