সর্টফিল্ম ‘রোজার বাজার’ (ভিডিও)
আপডেট: ২০১৬-০৬-০৪ ১৭:১৪:১০

রমজান মাস এলে আমরা সাধারণত দেখি অন্যান্য মাসের চেয়ে অনেক বেশী খাওয়া দাওয়া এবং প্রচুর খাবার অপচয়ও করা হয়। যেটা রমজানের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। গরীব মানুষের দুঃখ অনুধাবনের জন্য যে সংযমের শিক্ষা নিয়ে রমজান আমাদের মাঝে আসে তা জীবনে ধারণ করার উপলব্ধিটা মানুষের মাঝে ছড়িয়ে দিতেই এই ফিল্মটি বানিয়েছি এমনটাই বললেন তরুণ পরিচালক এইচ আল বান্না।
বান্নার পরিচালনায় ২ মিনিটের এই শর্টফিল্মের বার্তা হচ্ছে ‘বঞ্চিতদের পাশে থেকে সৌহার্দের প্রতিক হয়ে উঠুক এবারের রমজান’ । পবিত্র রমজান মাস যে ভোগের নয় ত্যাগ ও সিয়াম সাধনার মাস সে কথাটাই আবার মনে করিয়ে দেওয়া হয়েছে ‘রোজার বাজার’ শর্টফিল্মে।
ইউটিউব ও ফেসবুকে চলচ্চিত্রটি প্রকাশ হয়েছে মঙ্গলবার। অহনিশ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘রোজার বাজার’-এ অভিনয় করেছেন কেএম সাইফুল্লাহ। সহকারী পরিচালক হিসেবে আছেন ইনাম আল হাসান, শিল্প নির্দেশনায় যুবাইর বিন আনোয়ার, প্রযোজনায় আছেন শারমিন চৌধুরী ও তারিক হাসান।
বান্না জানান, এবারের রমজানে অহনিশ ফিল্মসের ব্যানারে আসছে বাংলাদেশের প্রথম শর্টফিল্ম সিক্যুয়াল ‘নাওয়ার’। ৫ পর্বের এই ফিল্মটিতে নাম চরিত্রে অভিনয় করেছে ‘ইলমা’। ফিল্মের বিষয়বস্তু একটি শিশু মনের জানার আগ্রহ। এই ধারাবাহিক ফিল্মটি ১ম রমজান থেকেই অনলাইনে মুক্তি পাবে।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













