পদোন্নতি পেয়ে উপসচিব হলেন আমিনুল ইসলাম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৮-০২ ১০:৩৩:২৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে পদোন্নতি পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মোঃ আমিনুল ইসলাম।
মঙ্গলবার (১ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে পদোন্নতি পেয়েছেন সিনিয়র সহকারী সচিব মোঃ আমিনুল ইসলাম। উল্লিখিত ধারণাগত জ্যেষ্ঠতা শুধু চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা ও বেতন নির্ধারণের ক্ষেত্রে গণনা করা হবে। এই পদে প্রকৃত যোগদানের তারিখের পূর্বের বকেয়া কোন আর্থিক সুবিধা তিনি প্রাপ্য হবেন না।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










